আবারও সংবাদ শিরোনামে সাউথ সিটি মল, কেন জানেন? পড়ুন!

Spread the love
‘সবার সামনে নয়, টয়লেটে গিয়েই সন্তানকে স্তন্যপান করাতে হবে !’ সাউথ সিটি মলে সম্প্রতি এরকমই নিদান শুনতে হল এক মহিলাকে ৷ মহিলার  হাজার অনুরোধে পরেও, কর্তৃপক্ষেরা রইল মন্তব্যে অনড় , ‘পাবলিক প্লেসে নয়, ওয়াশরুমেই আপনাকে স্তন্যপান করাতে হবে!’ এমনকী, এখানেই থামেনি মল কর্তৃপক্ষ ৷ ফেসবুকে স্তন্যপান নিয়ে মহিলাকে আপত্তিজনক ভাষায় আক্রমণও করে মলের জনসংযোগ বিভাগ৷ পরে চাপে পড়ে পোস্টটি ডিলিট করে কর্তৃপক্ষ ৷
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে নাগাদ ৷ ননদ ও সাত বছরে সন্তানকে নিয়ে সাউথ সিটি গিয়েছিলেন মহিলা ৷ হঠাৎই তাঁর সাত বছরের মেয়ে কান্নাকাটি শুরু করে ৷ তিনি বুঝতে পেরেছিলেন, মেয়েকে স্তন্যপান করাতে হবে৷ রবিবারের ভিড়ে ঠাসা সাউথ সিটি মলে হন্যে হয়ে খুঁজছিলেন, একটু বসার জায়গা ৷ বাচ্চাকে কোলে নিয়েই একবার ছুটছিলেন ফার্স্টফ্লোরে, তো কখনও সেকেন্ড ফ্লোরে ৷ সব জায়গাতেই কর্তৃপক্ষের কড়া নজর আর একটাই মন্তব্য, ‘টয়লেটে গিয়ে স্তন্যপান করান !’ অবশেষে, একেবারে শেষের ফ্লোরে গিয়ে পৌঁছন তিনি ৷ সেই ফ্লোরে চলছিল মেরামতের কাজ ৷ সেখানেও বার বার অনুরোধ করেন মহিলা ! কিন্তু কর্তৃপক্ষের উত্তর একটাই ৷
উপায় না পেয়ে, মহিলা ঢুকে পড়েন শপিং মলের একটি স্টোরে ৷ সেখানে নানা অনুরোধের পরে ট্রায়াল রুমে সন্তানকে দুগ্ধপান করান ৷ বাড়ি ফিরে প্রচণ্ড ক্ষোভে, ফেসবুকে এই ভাবেই গোটা ঘটনা বর্ণনা করেছেন তিনি৷ ফেসবুকে রীতিমতো একহাত নিয়েছেন সাউথ সিটি মলকে ৷ তবুও হয়রানি কমেনি তাঁর ৷ সাউথ সিটি মলের চত্বর পেরিয়ে ফেসবুকেও অপ্রীতিকর মন্তব্য শুনতে হয় তাঁকে ৷ সৌজন্যে অবশ্যই শপিংমল কর্তৃপক্ষ !
ফেসবুকে সাউথ সিটি মলের পক্ষ থেকে জানানো হয়, ‘ব্যাপারটা অদ্ভুত ! এটা কোনও ইস্যুই নয় ৷ নিরাপত্তার কারণেই শপিং মলের ফ্লোরে স্তন্যপানে অনুমতি দেওয়া হয় না ৷ তবুও এমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময়ই ছাড় দেওয়া হয় ৷ আমরা এই জায়গাটা শপিংয়ের কথা মাথায় রেখেই তৈরি করেছি ৷ তাই বাড়ির কাজ বাড়িতেই করুন…. ’
সাউথ সিটির এই ধরণের মন্তব্যের পরেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় ওঠে ৷ সাউথ সিটি মলের ফেসবুক পেজে গোটা ঘটনার তীব্র নিন্দা শুরু করে নেটিজেনারা ৷ বিশেষ করে শহরের মহিলারা গোটা ঘটনাকে ‘অপ্রীতিকর’ বলে মন্তব্য করেন ৷ এবং সাউথ সিটি কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেন !
সোশ্যাল নেটওয়ার্কে নেটিজেনদের ঝড়ের চোটে রীতমতো বাধ্য হয়েই ক্ষমা চাইলেন সাউথ সিটি মলের কর্তৃপক্ষ ৷ তবুও যেন বরফ গলছে না ! সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন উঠছে শহরের শপিংমল কর্তৃপক্ষদের ব্যবহারের দিকে ৷
তবে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে বিতর্কের ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও সমালোচনা হয়েছে বহুবার ৷ কেরলের এক জনপ্রিয় ম্যাগাজিন গৃহলক্ষ্মীতে স্তন্যপানের ছবি কভার করায়, তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ম্যাগাজিনের এডিটরকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*