দক্ষিণ দিনাজপুর
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলাকে ১০০ শতাংশ বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে তৈরি করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, জেলা চাইল্ড লাইন সক্রিয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় একটি সচেতনতা শিবিরের আয়োজন করল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও জেলা চাইল্ড লাইন।
এ দিনের এই সচেতনতা শিবিরে বাল্যবিবাহ, শিশু পাচার, মানব পাচার,নারী পাচার, গুড টাচ ব্যাড টাচ ছাত্রীদের সচেতন করা হয়। পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিশোরিরা কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন, এই প্রতারণার হাত থেকে কিশোরীরা কি করে নিজেদের রক্ষা করতে পারে এই সচেতনতা শিবিরে ছাত্রীদের অবগত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস বেয়ারার নিখিলেশ কর্মকার, PLV পূজা দাস মহন্ত, জয়া মন্ডল, দীপা দাস, রাখি মোহন্ত জেলা চাইর লাইন কর্তৃপক্ষের সদস্য রিতা মাহাতো, সোমারতি গুপ্তা সহ অন্যান্যরা।
Be the first to comment