বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জেচিওন শহরের এক ফিটনেস সেন্টারে আগুন লাগে। এই অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৬ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকান্ড ঘটনার একটি হল এটি। সূত্র থেকে জানা যায়, স্থানীয় সময় বিকাল ৪:০০ টার দিকে আটতলা বিল্ডিং-য়ে আগুন লাগে তারপর ছড়িয়ে পড়ে। বিল্ডিংটিতে আগুন লাগার পরই প্রচুর পরিমাণে বিষাক্ত ধোয়ার সৃষ্টি হয় যার ফলে মানুষ সেখান থেকে বের হওয়ার সুযোগ পায়নি। হতাহতদের অনেকে আগুন লাগার ব্যাপারটি প্রথমদিকে জানতে পারেননি তারপর যখন বুঝলেন, ততক্ষণে পালানো সম্ভব হয়ে ওঠেনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সূত্র থেকে জানা গেছে। আগুন নেভাতে ১০০ র বেশি দমকল কর্মী ঘটনাস্থলে ছুটে এসেছে। দমকল সংস্থা জানিয়েছে, ভবনটির প্রথম তলায় পার্কিং লট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
তথ্য ও ছবি সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment