দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। এই অগ্নিকাণ্ডে অন্তত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। সূত্র থেকে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী সিওল থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মিরায়াং শহরের সেজং হাসপাতালের এ অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিশেষ করে হৃদরোগের চিকিৎসার জন্য এই হাসপাতালটির জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল এবং পাশের নার্সিং হোমে ২০০র বেশী রোগী ছিলেন। তাদের অধিকাংশকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান মিরায়াং শহরের অগ্নিনির্বাপন বিভাগের প্রধান চই মান-উ। তিনি জানান, হাসপাতাল ও নার্সিং হোম- দুই জায়গাতেই হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজনের মৃত্যু হয়েছে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র ছেয়ং ওয়া দায়ে।
Be the first to comment