স্কুল জীবনটা তাঁর কেটেছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। নোবেলজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই আনন্দে আপ্লুত স্কুল কর্তৃপক্ষ। বুধবার থেকে সাউথ পয়েন্ট স্কুল একটি শুভেচ্ছাবার্তা স্বাক্ষর ক্যাম্পেইন শুরু হতে চলেছে। এতে স্কুলের ১২ হাজারেরও বেশি পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারীরা স্বাক্ষর করবেন। তারপর সেই শুভেচ্ছাবার্তা পাঠানো হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে। মঙ্গলবার সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে ৷
অভিজিতের স্কুল ছিল সাউথ পয়েন্ট। ১৯৭৮ সালে এখান থেকেই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। তাঁর নোবেল পাওয়ার খবর পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবারই পুজোর ছুটির পর স্কুল খোলে। ১৪ তারিখ অধ্যক্ষা রূপা সান্যাল ভট্টাচার্য জানিয়েছিলেন, স্কুল খোলার পর স্কুলের প্রাক্তনীর নোবেল পাওয়াকে স্মরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি পড়ুয়াদের স্বাক্ষর করা অভিনন্দনপত্র পাঠানো হবে তাঁর কাছে ৷
সাউথ পয়েন্ট স্কুলের মুখপাত্র ও ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি জানান, আজ থেকেই শুরু হবে এই স্বাক্ষর ক্যাম্পেইন ৷
Be the first to comment