নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল রাজ্যে। এবার শোভাবাজার এলাকার অভয় মিত্র স্ট্রিটের বাসিন্দা এক বৃদ্ধের শরীরে এই মারণ ভাইরাস থাকার প্রমাণ পাওয়া গেল। তাঁর বয়স ৭৭ বছর। শহরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।
জানা গিয়েছে, বড়বাজারের ওই বস্ত্র ব্যবসায়ী বেঙ্গালুরুতে গিয়েছিলেন মেয়ের কাছে। সম্প্রতি তিনি ফিরেছিলেন। ফেরার পরই গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর ও করোনার উপসর্গ নিয়ে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। আজ, সেখানেই তিনি কোয়ারণটাইনে রয়েছেন। সোমবার তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে করোনা পজিটিভ মিলেছে। এদিন পরিবারের বাকি সদস্য ও তাঁর গাড়ির চালককে কোয়ারণটাইনে রাখা হয়েছে।
এদিনই উত্তরবঙ্গের এক মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। করোনা সন্দেহে মারা গিয়েছেন উত্তর ২৪ পরগনার ধর্মপুরের এক মহিলা।
রবিবার বরানগরের ষাটোর্ধ্ব ওই ব্যক্তির শরীরের COVID19 পজিটিভ পাওয়া যায়৷ কয়েকদিন আগেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন লেকটাউনের ড্যাফোডিল নার্সিংহোমে তিনি৷ গতকালই তাঁর শরীরে মেলে করোনা ভাইরাস৷ সোমবার করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে লেকটাউনের নার্সিংহোম থেকে অ্যাপোলে হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন হতে পারে, এই ভেবে অ্যাপোলেতে নিয়ে হয়েছে বলে জানা গিয়েছে৷
এদিন বিকেলে রাজ্যের স্বাস্থ্য তফতরের তরফে জানানো হয়, বরানগরের করোনা আক্রান্ত ওই ব্যক্তি সংস্পর্শে আসা ২১ জনকে চিহ্নিত করা হয়েছে৷ এঁদের মধ্যে ১৮ জনকে নিয়ে রাখা হচ্ছে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে৷ বাকি তিনজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাঙুর হাতাপাতালে৷ কারণ এই তিনজনের শরীরে জ্বর রয়েছে৷ পাশাপাশি তেহট্টের একই পারিবারের করোনা আক্রান্ত পাঁচ জনের সংস্পর্শে থাকা ৩৯ জনকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর৷ এঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গিয়েছে৷
Be the first to comment