২০১০-এর বিশ্বজয়ী স্পেনের সামনে আয়োজক দেশ রাশিয়া

Spread the love

আজ ২০১০-এর বিশ্বজয়ী স্পেনের সামনে আয়োজক দেশ রাশিয়া। পরিসংখ্যান ও দলগত শক্তির বিচারে এগিয়ে স্পেন। অপরদিকে, স্পেন বধ করে ইতিহাস গড়তে মরিয়া রুশ ব্রিগেড। বিশ্বকাপের শুরুটা আশানুরুপ হয়নি স্পেনের। গ্রুপ লিগে ইরানের বিরুদ্ধে একমাত্র কষ্টার্জিত জয় ছাড়া পর্তুগাল ও দুর্বল মরক্কোর বিরুদ্ধে আটকে গিয়েছে ফার্নান্ডো হিয়েরোর দল। গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে পৌছালেও, ইনিয়েস্তাদের পারফরমেন্স নিয়ে কাঁটা-চেরা হয়েছে অনেক। রবিবার নক আউটে স্পেনের সামনে আয়োজক দেশ রাশিয়া। রুশদের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সাবধানি স্প্যানিশ কোচ। মাঝমাঠে প্রচুর পাস খেললেও, সেইভাবে গোলমুখ খুলতে পারছেন না স্পেনের আক্রমণ বিভাগের প্লেয়াররা। রক্ষণেও ৩ ম্যাচে ৫ গোল হজম করতে হয়েছে পিকে, রামোসদের। তাই রাশিয়ার বিরুদ্ধে শেষ ষোলোয় রক্ষণ সামলে আক্রমণেই যাওয়াই লক্ষ্য হিয়েরোর। অপরদিকে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছিল পুতিনের দেশ। সৌদি আরবকে ৫-০ ও মিশর ৩-১ গোলে হারায় রাশিয়া। কিন্তু উরুগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ৩-০ গোলে হারতে হয় স্ট্যানিশলাভ চেরিসভের দলকে। শেষ ম্যাচে হারলেও রাশিয়ার আক্রমণাত্ব ফুটবল প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। নক আউটে স্পেনের তিকিতাকা ফুটবল রুখতে রক্ষণ ও মাঝমাঠে আরও বেশি জোর দিচ্ছেন রাশিয়া কোচ। চেরিশভ, জিউবা, গোলোভিনদের গোলের মধ্যে থাকায় কিছুটা স্বস্তিতে রাশিয়া টিম ম্যানেজমেন্ট। স্পেনকে যথেষ্ট সমীহ করছেন কোচ চেরিশভ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*