অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করতে চলেছে রাজ্যের শ্রমদপ্তর। কিছুদিন আগে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্প অসংগঠিত শ্রমিকদের কত শতাংশ আওতায় এসেছে তা জানতে চাইলে পরিষ্কার উত্তর পাননি। ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। শ্রমদপ্তর বিষয়টিকে মাথায় রেখে এপ্রিল মাসের গোড়া থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করবে। অসংগঠিত শ্রমিকরা যাতে সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করতে পারেন তার উদ্দেশ্যেই শ্রম দপ্তরের এই ক্যাম্প বলে নবান্ন সূত্রের খবর।
Be the first to comment