
রোজদিন ডেক্স: বাজেটে অর্থ বরাদ্দ হওয়ার পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রবিবার এই বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া, সাংসদ দীপক অধিকারী, এছাড়াও থাকবেন সেচ দফতরের আধিকারিকরা।
জেলাশাসক এবং পুলিশ সুপারও উপস্থিত থাকবেন বৈঠকে। থাকবেন মাস্টার প্ল্যান সাব কমিটির সদস্যরাও। আগামী রবিবার দুপুর দু’টোয় ঘাটাল টাউন হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক থেকেই মাস্টার প্ল্যান নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘাটাল মাস্টার প্ল্যান সফলভাবে রূপায়ণের জন্য নবান্নের নির্দেশে গ্রাউন্ড লেভেলে দশটি কমিটি গঠন করা হয়েছে। দাসপুর, কেশপুর, ঘাটাল ও চন্দ্রকোনা-সহ দশটি এলাকাকে ধরে তৈরি হয়েছে এই দশটি গ্রাউন্ড লেভেল কমিটি। কমিটির সদস্যরা তৃণমূল স্তরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কাজ এগনোর জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে বলে খবর।
এই কমিটিগুলির থেকে সংগৃহীত তথ্য প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে কাজে লাগাবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বরাদ্দ করার পাশাপাশি এই প্রকল্প যাতে দ্রুত রূপায়িত করা হয় তার নির্দেশ দিয়েছেন। যাতে কাজ দ্রুত কাজ সম্পাদন করা যায় সেজন্য ইতিমধ্যেই সেচ দফতরকে নির্দেশও দিয়েছেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১৫০০ কোটি টাকার প্রকল্পের কথা বলা হলেও, এবার বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। প্রথম ধাপে ৫০০ কোটি টাকা বরাদ্দ হলেও কাজ যত এগোবে বরাদ্দের পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এই মাস্টার প্ল্যানকে দ্রুত রূপায়ণ করতে নির্বাচনের আগেই সক্রিয় হল রাজ্য সরকার।
Be the first to comment