করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে লোকাল ট্রেন বন্ধ। স্পেশাল ট্রেনগুলির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তবে এখন স্পেশাল ট্রেনের ক্ষেত্রে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে। বিভিন্ন রুটে বাড়ছে স্পেশাল ট্রেনের সংখ্যা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে রুটে যেমন ভাবে যাত্রী সংখ্যা বাড়ছে তেমন ভাবেই বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যাও। আগামী ১৬ ও ১৭ জুন থেকে পুনরায় চালু হচ্ছে দূরপাল্লার বেশ কয়েক জোড়া ট্রেন । পূর্ব রেল সূত্রে খবর, ৩৩ জোড়া স্পেশাল ট্রেন ফের চালু করা হবে ।
ইতিমধ্যেই পুনরায় চালু করা হয়েছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন ৷ সেগুলি হল শিয়ালদা-নিউ দিল্লি এসি স্পেশাল, হাওড়া-নিউ দিল্লি এসি স্পেশাল, হাওড়া-বিকানির স্পেশাল, শিয়ালদা-বিকানির স্পেশাল, হাওড়া-দেরাদুন স্পেশাল, হাওড়া যোগ নগরী ঋষিকেশ স্পেশাল, হাওড়া-লালকুয়ান স্পেশাল, হাওড়া-ভোপাল স্পেশাল, হাওড়া-গুয়াহাটি স্পেশাল, হাওড়া-আগরতলা স্পেশাল, শিয়ালদা-আলিপুরদুয়ার স্পেশাল, শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার স্পেশাল, হাওড়া-রক্সৌল স্পেশাল, শিয়ালদহ-বালিয়া স্পেশাল, হাওড়া-জম্মু তাওয়াই স্পেশাল এবং শিয়ালদা-জয়নগর স্পেশাল ।
১৬ জুন থেকে চালু হচ্ছে হাওড়া-বালুরঘাট স্পেশাল (সোম-শুক্র), কলকাতা-লালগোলা স্পেশাল (প্রতিদিন), শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার (প্রতিদিন), কলকাতা রাধিকাপুর স্পেশাল (প্রতিদিন) ৷
১৭ জুন থেকে চালু হচ্ছে হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল (সোম-শনি) ৷ 18 জুন থেকে চালু হচ্ছে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল (প্রতিদিন) ।
১৯ জুন থেকে চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি-শিয়ালদা স্পেশাল (প্রতিদিন) ও কলকাতা-হলদিবাড়ি স্পেশাল (মঙ্গল,বৃহস্পতি ও শনি)।
২০ জুন থেকে চালু হবে কলকাতা-বালুরঘাট স্পেশাল (প্রতিদিন), হলদিবাড়ি-কলকাতা স্পেশাল ( বুধ, শুক্র ও রবি ) ।
২১ জুন থেকে চালু হচ্ছে বালুরঘাট-কলকাতা স্পেশাল (সোম-শনি) ও কলকাতা-শিল্যাঘাট স্পেশাল (সোম) ।
Be the first to comment