শীর্ষ নিরাপত্তা বলয়ে নয় প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার, সংসদে SPG আইন সংশোধনের পথে কেন্দ্র

Spread the love

স্পেশাল প্রোটেকশন গ্র‌ুপ বা এসপিজি-র নিরাপত্তা বলয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীদের পরিবারের কোনও সদস্য আর থাকবেন না। এসপিজি আইন সংশোধন করতে সংসদে এমনই বিল আনতে চলেছে সরকার। আগামী সপ্তাহে এসপিজি আইন সংশোধনী বিলটি সংসদে পেশ করা হবে।

শুক্রবার সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় জানান যে আগামী সপ্তাহে এসপিজি সংশোধনী বিলটি লোকসভায় পেশ করা হবে। দিন কয়েক আগেই সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর এসপিজি নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র। এসপিজি নিরাপত্তা তোলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এরও। এঁরা সবাই বর্তমানে জেড প্লাস নিরাপত্তা ক্যাটেগরির আওতায় আছেন। বর্তমানে এসপিজি নিরাপত্তার সুবিধা পেয়ে থাকেন কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একাধিক নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করে আগে গান্ধী পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরাসরি প্রাণনাশের হুমকি আছে কিনা, তা কেন্দ্র খতিয়ে দেখে বলে দাবি। সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর প্রাণনাশের কোনও আশঙ্কা বর্তমানে না থাকায় তাঁদের এসপিজির সুরক্ষা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজীব গান্ধীর হত্যার পরে তত্‍কালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও ১০ বছরের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য এসপিজি নিরাপত্তার ব্যবস্থা করেন। ১০ বছর অথবা সরকার যতদিন মনে করবে, ততদিন এই সুরক্ষা বলয় লাঘু থাকবে বলে আইন করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*