বিমানের উড়ানের খানিক পরেই ঘটল বিপত্তি। আচমকাই কেবিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে বাগডোগরাগামী বিমানে। সোমবার বিকেলে বিপদ এড়াতে তাই কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করল স্পাইস জেটের বিমান।
কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে যাচ্ছিল স্পাইস জেটের বিমান এসজি ২৭৫ (SpiceJet flight SG 275)। উড়ানের খানিকক্ষণ পরেই কেবিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিপদ বুঝে বিমানটিকে তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসেন পাইলট। কেবিন ক্রুরাই প্রথম ধোঁয়া দেখতে পেয়ে বিপদের আশঙ্কা করেন। দ্রুত খবর যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা এটিসির কাছে।
পাইলট গোটা ঘটনা এটিসিকে জানান। এরপরেই জরুরি অবতরণের অনুমতি মেলে। বিকেল ৪.৩৭ মিনিটে বিমানবন্দরের মাটি ছোঁয় স্পাইসজেটের বিমানটি। এরপরে যাত্রীদের নামিয়ে আনা হয়। স্পাইস জেট জানিয়েছে ওই বিমানে ৬৯জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের ডিজিপি বীরেন্দ্র ও নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ।
কী কারণে আচমকা ধোঁয়া বের হল কেবিন থেকে তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ররা।
Be the first to comment