খেলাধুলায় কেরিয়ার

Spread the love

Sports এখন কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি। বলাবাহুল্য এই কাজ পরিচালনার জন্য বহু ম্যানেজারের দরকার হয়, হবেও। Sports Management সবে এখন একটি বিদ্যা হিসেবে গড়ে উঠছে। সাধারণত ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রিধারীদেরই Sports Management Course এ ভর্তি করা হয়। এ ব্যাপারে Sports Authority of India (SAI) এর পূর্বাঞ্চল অফিসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
Sports Management দের বিভিন্ন খেলাধুলা ও Athletics সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। তদুপরি অনর্গল হিন্দি ও ইংরাজী বলার ক্ষমতা চাই। বড় বড় ক্রীড়াব্যক্তিত্ত্বের সাথে দরকষাকষি করতে হবে তাই দরকার তাদের মতো ব্যক্তিত্বও।
এই ব্যাপারে পড়ার জন্য যোগাযোগ করা যেতে পারে –
আই আই এস ডব্লু বি এম, কলেজ স্ট্রিট, কলকাতা
জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট, শিয়ালদাহ
আলাগাপ্পা বিশ্ববিদ্যালয়, তামিলনাড়ু
ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস স্যায়েন্স, নয়াদিল্লী।

সৌজন্যেঃ ড. পার্থ চট্টোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*