সংরক্ষণের জন্য ৬৬ বছর পর নিজের বাঁ হাতের নখ কাটলেন পুণের শ্রীধর চিল্লাল। এই নখই তাঁকে এনে দিয়েছিল খ্যাতি। রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছিলেন৷ নাম তুলছিলেন গিনেস বুকে৷ তাও প্রায় দুই বছর আগের কথা। শেষবার নখ কেটেছিলেন ১৯৫২ সালে। এখন নখ বাড়তে বাড়তে সবকটি আঙুল মিলিয়ে দৈর্ঘ্য ৯ মিটার (৯০৯.৬ সেন্টিমিটার) ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেড়েছে বুড়ো আঙুল। ১৯৭.৮ সেন্টিমিটার৷ অর্থাৎ, প্রায় ২ মিটার৷ এখন বয়স বেড়েছে। চিকিৎসকও পরামর্শ দিয়েছেন নখ বিদায় দেওয়ার। তাই অবশেষে কাটার সিদ্ধান্ত। তবে শর্ত একটাই, সংরক্ষণ করতে হবে। তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে এগিয়ে আসে নিউইয়র্কের ‘রিপ্লে’স বিলিভ ইট অর নট’ মিউজিয়াম। সেখানেই সংরক্ষিত হবে এই নখ। নখ কাটানোর জন্য শ্রীধরকে নিউইয়র্কে নিয়ে যায় মিউজিয়াম কর্তৃপক্ষ৷ সেখানে এই নখ কাটা উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ পরে চিকিৎসক আনিয়ে কাটা হয় শ্রীধরের বিশ্বের দীর্ঘতম নখ৷
Be the first to comment