‘সবুজ আবির খেলার পর স্বাস্থ্যসাথী কার্ডও লাগবে’, বিজয় মিছিলকে কটাক্ষ শ্রীলেখার

Spread the love

ফলাফল ঘোষণা হতেই টুইটারে একযোগে উচ্ছ্বাসে ফেটে পড়লেন টলিপাড়ার প্রথম সারির দুই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি-নুসরত। টুইটারে মিমি লিখেছেন, ‘খেলা হচ্ছে তো’। অন্যদিকে, কার্যত একইসুরে বসিরহাটের তারকা সাংসদ নুসরত জাহান লিখেছেন, ‘যেটা হচ্ছে, খেলা হয়েছে।’

এদিকে, তৃণমূলকে কটাক্ষের সুরে বাম সমর্থক বলে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘সবার স্বাস্থ্যসাথীর কার্ড আছে তো? বিজয় মিছিলে সবুজ আবির নিয়ে খেলার পর দরকার পড়বে, না হলে বলবেন রেড ভলান্টিয়ার্সদের। পলিটিক্যাল ম্যাপে আপাতত না থাকলেও কমিউনিটি হেল্প পাবেন। কথা দিচ্ছি। তবে আমি গর্বিত যে আমার রক্ত লাল। পাল্টিবাজদের দলে নেই, থাকবো না, মিলিয়ে নেবেন।’ এতেই থামেননি শ্রীলেখা। ফেসবুক পোস্টে নির্বাচিত কিছু মন্তব্য ফেসবুকে তুলে ধরে লিখেছেন, ‘চুরির কাছে শিক্ষা হেরে গেল। ভিক্ষা-ভাতার কাছে কর্মসংস্থান হেরে গেল।’

https://www.facebook.com/sreelekha.mitra.7/posts/10220888794994427

অন্যদিকে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় টুইটারে ‘এবার কি হবে?’ লিখে স্মাইলি দিয়েছেন। #womanontop লিখে স্বস্তিকা বলেছেন, এটা আজ ট্রেন্ডিং হওয়া উচিত।

প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষায় তৃণমূলই এগিয়ে ছিল। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে স্পষ্ট, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বাংলায় কার্যত মুখ থুবড়ে পড়ল মোদী ম্যাজিক। ট্রেন্ডে তৃণমূলকে স্বস্তি দিলেও, হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে টপকে এগিয়ে প্রথমবার পদ্ম প্রতীকের সৈনিক শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, এবার বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা। বরাবর ভবানীপুরেই দাঁড়ান তৃণমূল সুপ্রিমো। এবার নন্দীগ্রামে দাঁড়ানোয় ভবানীপুরে তৃণমূলের হয়ে লড়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*