সুভাষ মজুমদার,
সারা দেশের সঙ্গে হুগলীর শ্রীরামপুরের মাহেশের ৬২২ তম প্রাচীন স্নানযাত্রা পালিত হলো। প্রতি বছর দুপুরে স্নানযাত্রা দেখতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে বহুভক্ত। কিন্তু এবছর সকাল ৮টা পর্যন্ত পূর্ণিমা থাকায় সকালেই এই স্নানযাত্রা পর্বটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার থেকে পনেরো দিন মন্দিরের দরজা বন্ধ থাকবে। এরপর রথের দিন রাজবেশে জগন্নাথদেব, দাদা বলরাম ও বোন শুভদ্রা রথে চড়ে সাত দিনের জন্য মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন ৷
Be the first to comment