গতকাল দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজেদের ঘরের মাঠে পয়েন্ট টেবিলের শেষে স্থান পাওয়া দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সানরাইজ হায়দ্রাবাদের। এদিন ফিরোজ শাহ কোটলার মাঠে শুরু হল ঋষভ ঝড়। এবারের আইপিএলে সর্বোচ্চ স্কোর করে ফেললেন ঋষভ। ঋষভ পন্থ মাত্র ৬৩ বলে ১৫টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১২৮ রান করেন। দিল্লি টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৪৩ রানের মধ্যে দিল্লির ৩টি উইকেট পড়ে যায়। দিল্লির প্রথম ১০ ওভারে মাত্র ৫২ রান ওঠে। শেষ ১০ ওভারে ঋষভের জন্য ১৩৫ রান ওঠে। যার মধ্যে শেষ ওভারে ভুবনেশ্বর কুমারকে পিটিয়ে ২৬ রান নেন। তার শতরানের ওপর ভর করে দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে।
জবাবে সানরাইজ হায়দ্রাবাদ ১৮.৫ ওভারে ১ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুরুতে ১ উইকেট পড়ে যাবার পর ওপেনার শিখর ধাওয়ান এবং অধিনায়ক কেন উইলিয়ামসন জুটি ১৭৩ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচটি নিজেদের পকেটে পুড়ে নেয়। শিখর ধাওয়ান ৫০ বলে ৯টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৯২ রান করেন। উইলিয়ামসন ৫৩ বলে ৮০ রান করেন। এই ম্যাচ জিতে হায়দ্রাবাদ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো এবং প্লে-অফে খেলা নিশ্চিত করলো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শিখর ধাওয়ান।
Be the first to comment