শুক্রবার ইডেনে আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হলো কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদ। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক। হায়দ্রাবাদ ১৪ রানে কলকাতাকে হারিয়ে রবিবার মুম্বাইয়ে ফাইনাল খেলবে চেন্নাই সুপারকিংসের সাথে। সানরাইজ হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে। যদিও এই রান করার পেছনে মূল কারিগর স্পিনার রশিদ খান। আফগানিস্তানের স্পিনার আজ ব্যাট হাতে চমক দেখান। ১৮.১ ওভারে ইউসুফ পাঠান আউট হন যখন তখন রান ছিল হায়দ্রাবাদের ৭ উইকেটে ১৩৮। সেখান থেকে রশিদ খান মাত্র ১০ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৩৪ রান করেন। এছাড়া ভালো রান করেন ঋদ্ধিমান সাহা (৩৫), শিখর ধাওয়ান (৩৪), সাকিব আল হাসান (২৮)। কুলদিপ যাদব ২টি উইকেট দখল করেন।
জবাবে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করে। প্রথম দিকে ক্রিস লিন (৪৮) এবং সুনিল নারাইনের(২৬) ব্যাটিং এর উপর ভর করে কলকাতা দারুণ শুরু করেছিলো। কিন্তু রশিদ খানের অনবদ্য বোলিং পারফরমেন্সের সামনে কলকাতার বাকি ব্যাটসম্যানরা রান তুলতে অসমর্থ হন। নিতিশ রানা ২২, শুভমান গিল ৩০ রান করেন। রশিদ খান ৩ উইকেট নেন। এছাড়াও সিদ্ধার্থ কল ২টি, ব্রেথোয়েট ২ টি, সাকিব ১ টি উইকেট নেন। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা হন আফগান স্পিনার রশিদ খান।
Be the first to comment