গতকাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৫ রানে হেরে গেলো সানরাইজ হায়দ্রাবাদের কাছে। যার ফলে আইপিএল থেকে প্রায় বিদায় ঘন্টা বেজে গেল বিরাটদের। প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মন্থর উইকেটে টস জিতে প্রথমে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। এদিনও হায়দরাবাদের ইনিংসকে টানলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৩৯ বলে ৫৬ রান করেন। সাকিব আল হাসান করেন ৩২ বলে ৩৫ রান। টিম সাউদি এবং মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। সাউদি ও সিরাজ দু’জনেই ৩টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ভালই এগোচ্ছিল ব্যাঙ্গালুরুও। ৩০ বলে ৩৯ রান করেন বিরাট। এরপরেই রশিদ খানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের ফিরে যান এবি ডিভিলিয়ার্স। এখানেই ম্যাচ শেষ হয়ে যায় বিরাটদের কাছে। শেষ দিকে কলিন ডি গ্র্যাহোম চেষ্টা করলেও ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে যায় ব্যাঙ্গালুরু। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বিরাটরা। ম্যাচের সেরা হয়েছেন কেন উইলিয়ামসন।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষে সানরাইজ হায়দরাবাদ। প্লে-অফ প্রায় নিশ্চিত তাদের।
ফাইল ছবি
Be the first to comment