আমরা যারা ৭০ দশকের শেষে জন্মেছি তারা শ্রীদেবীর ছবি দেখতেই দেখতেই বড় হয়েছি। শ্রী আম্মা ইয়ঙ্গার আয়াপ্পান থেকে সিলভার স্ক্রিনে নাম হয় শ্রীদেবী। তাঁর লিপে ‘ন্যায়নো মে সপনা, সপনা মে সজনা, সজনা মে দিল আগেয়া’ – প্রেমিক প্রেমিকাদের মুখে মুখে ফিরতো। ১৯৬৩ সালের ১৩ই আগষ্ট জন্ম তামিলনাড়ুর শিবকাশিতে। ১৯৬৭ সালে মাত্র চার বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে তামিল ছবি ‘থুনাইভান’- এ অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে। বলিউড যাত্রা ‘জুলি’ সিনেমা দিয়ে। এখানেও শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন। এরপরের ঘটনা ইতিহাস। ‘সোলা সাওন’ ছবিতে মেহ্না, ‘হিম্মতওয়ালে’ তে রেখা, ‘জানি দোস্ত’ তে শালু, ‘জাস্টস চৌধুরী’ তে রেখা, ‘মাওয়ালী’ তে জুলি, ‘কলাকার’ এ রাধা খান্না, ‘আকালমন্দ’ এ প্রিয়া, ‘তোফা’ তে ললিতা, ‘নাগিনা’ তে রজনী, ‘আগ অর শোলা’ তে আর্তি, ‘ভগবানদাদা’ তে বিজ্লি এইরকম একের পর এক সুপার ডুপার ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করে নিজেকে সুপারস্টার পর্যায়ে নিয়ে যান তিনি। এছাড়াও ‘মি. ইন্ডিয়া’, ‘চাঁদনি’, ‘খুদা গাওয়া’, ‘অউক্ত কি আওয়াজ’, ‘নয়া কদম’ ‘গুরু’ তে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। তবে সমালোচকদের বক্তব্য ছিলো এগুলো সবই বানিজ্যিক ছবি। সমালোচকদের যোগ্য জবাব দিতে কমল হাসানের বিপরীতে ‘সদমা’ ছবিতে অসাধারণ অভিনয় করেন শ্রীদেবী।
৮০র দশকে মিঠুনের সাথে তাঁর জুটি বেশ কিছু মনে রাখার মত ছবি উপহার দিয়েছে। ১৯৯৬ সালে বিয়ে করেন তিনি বনি কাপুরের (অনিল কাপুরের দাদা) সাথে। দুই মেয়ে জাহ্নবি, খুশি হারালো তাদের ‘মম’কে। তিনি ছিলেন একজন কর্তব্য-পরায়ণ স্ত্রী এবং খুব ভালো মা। ১৯৯৭ সালে নিজের মেয়েদের দেখার জন্য তিনি তাঁর সফল কেরিয়ার থেকে দূরে সরে যান। ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে আবার অভূতপূর্ব কামব্যাক। প্রতিভার যে কোনো মৃত্যু নেই সেটা প্রমাণ করে দেন ঐ ছবিতে। ২০১৭তে করেছেন ‘মম’। এখানেও অসাধারণ তিনি। মৃত্যুর আগে অবধি তিনি শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে কাজ করছিলেন। দুবাই-এ এক বন্ধুর বিয়েতে গিয়ে আর ফিরলেন না তিনি। বন্ধ হয়ে গেলো হৃদযন্ত্রের ক্রিয়া। শ্রী হারালো বলিউড। শুধু বলিউড কেন অভিনয় জগতই শ্রী হীন হলো। তবে একটা কথাই শেষে বলা যায় প্রতিভার কোনো মৃত্যু হয় না। মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেও রেখে গেলেন তাঁর অজস্র ছবি। ‘Man live in deeds, not in years’… বড় তাড়াতাড়ি চলে গেল শ্রী। আমরা হলাম শ্রী হীন। রোজদিনের তরফে শ্রীদেবীকে জানাই শ্রদ্ধাঞ্জলী।
Be the first to comment