শ্রীদেবীর শবদেহ নিয়ে মুম্বইয়ে ফিরল কাপুর পরিবার৷ জানা গিয়েছে, বিমানে ছিলেন বনি কাপুর, সঞ্জয় কাপুর, অর্জুন কাপুর, রিনা মারওয়া ও সন্দীপ মারওয়া৷ অন্যদিকে শ্রীদেবীর বাড়িতে পৌঁছেছেন শাবানা আজমি, জাভেদ আখতার ও মণীল মালহোত্রা৷ শ্রীদেবীর বাড়ির চত্বরে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার সকাল ১১টা ৫৫-মিনিটে দুবাই প্রশাসনের বৈঠক৷ তদন্তের খুঁটিনাটি নিয়ে আলোচনা৷ মৃত্যু রহস্যের জট কাটল ভারতীয় সময় ৩টে ৫০-এ৷ শ্রীদেবীর দেহ হস্তান্তরের চিঠি ৪.০৫ মিনিটে৷ আল মুহাইসানায় শ্রীদেবীর দেহ সংরক্ষণ৷ ভারতীয় সময় ৪টে ৪০-এ শেষ হয় সংরক্ষণ৷ দেহ নিয়ে দুবাই বিমানবন্দরের দিকে রওনা৷ অবেশেষে চাটার্ড প্লেনে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয় শ্রীদেবীর শবদেহ৷
এদিকে দুবাইয়ের সরকারি আইনজীবী জানিয়েছে, শ্রীদেবীর মৃত্যু তদন্ত শেষ৷ সংজ্ঞা হারিয়ে পড়ে যান শ্রীদেবী৷ তারপরেই বাথটবের জলে ডুবে মৃত্যু৷
বুধবার মুম্বইয়েই শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে৷ দুপুর সাড়ে ৩ টে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর৷ মুম্বই সেলিব্রেশন ক্লাবে রাখা থাকবে দেহ। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। দুপুর ২টোয় সেলিব্রেশন ক্লাব থেকে শেষ যাত্রা। ৩.৩০-এর পর শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর। তবে সাংবাদিকরা ক্যা মেরা নিয়ে প্রবেশ করতে পারবেন না।
প্রিয় তারকার অকাল প্রয়াণের খবরে সকাল থেকেই লোখন্ডওয়ালায় শ্রীদেবীর বাড়িতে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত৷ বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা৷
Be the first to comment