শ্রীকান্ত আচার্য রোজদিন-কে বলেন, উৎসব আনন্দের, একথা ঠিক, কিন্তু সাম্প্রদায়িকতা বা সন্ত্রাস আমাদের কপালে ফেলে চিন্তার ভাঁজ। এখন আমাদের ছেলে-মেয়েরা বাইরে বেরোলে আশঙ্কায় ভুগি। এই শঙ্কা শুধু বাংলা বা ভারতের নয়। সারা বিশ্বেই দেখা যাচ্ছে এক ভীষণ ক্রাইসিস। পৃথিবীর যেন এক গভীর অসুখ। পাশাপাশি দেশে বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতিও পীড়া দেয় শ্রীকান্তকে। তাই তো বলেন, উৎসবের আনন্দ অনেকটা ফিকে হয়ে যায় এর জন্য। এ বছর পুজোর গানের কোনও অ্যালবাম বের করেননি তিনি। পুজোর আগে একান্ত সাক্ষাৎকারে রোজদিন-কে শ্রীকান্ত আচার্য বলেন, ছায়াছবির গান ছাড়াও বাংলা আধুনিক গানের যে জনপ্রিয়তা ছিল, তা সংকটের মুখে। কী বলেছেন তাঁর সাক্ষাৎকারে, আসুন আমরা তাঁর মুখ থেকেই শুনি—
Be the first to comment