সাত সপ্তাহের ভারত সফরে এল শ্রীলঙ্কার ক্রিকেট দল। শ্রীলঙ্কা দল তাদের ব্যাটিং কোচ সমরাবীরা কে ছাড়াই বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌছালো। ভিসা সমস্যার জন্যই তিনি দলের সাথে আসতে পারেননি। তবে আগামী শুক্রবারে তিনি ভিসা পেয়ে যাবেন। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৬ই নভেম্বর শুরু হওয়া প্রথম টেস্টের আগেই তিনি দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে। এই সফরে শ্রীলঙ্কা দল তিনটে টেস্ট, তিনটে ওয়ান ডে এবং তিনটি ট-২০ ম্যাচ খেলবে। তার আগে তারা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট একাদশের সাথে দুটো প্র্যাক্টিশ ম্যাচ খেলে নেবে যথাক্রমে ১১ ও ১২ তারিখে।
আট বছর পর দীনেশ চণ্ডীমলের নেতৃত্ব শ্রীলঙ্কা ভারত সফরে এলো। ভারতে তারা একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি এখনো পর্যন্ত। ১৭ টি টেস্টে ১০টিতে তারা হারে এবং ৭ বার অমিমাংসিত ভাবে শেষ হয়।
Be the first to comment