শ্রীলঙ্কার কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Spread the love

গত মাসে বাংলাদেশে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ তিন দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ওই সিরিজে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। দুর্বল জিম্বাবোয়ের মত দল এই সিরিজে থাকায় রানার আপ হয় বাংলাদেশ। এরপর বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজও ১-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা দল। যারা ভারতের কাছে সব ফরম্যাটের ম্যাচেই হোয়াইটওয়াশ হয়েছিলো নিজেদের মাঠে। সর্বশেষ সংযোজন টি-২০ সিরিজেও বাংলাদেশ ক্রিকেট দল পুরোপুরি ভাবে নাস্তানাবুদ হলো শ্রীলঙ্কার কাছে। তাও ওদের দলে সবচেয়ে বেস্ট প্লেয়ার অ্যাঞ্জেলো ম্যাথেউসের অনুপস্থিতিতে। টি-২০ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৭৫ রানের ব্যবধানে হারলো। সেই সাথে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি শ্রীলঙ্কা জিতে নিল ২-০তে।
রবিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কার দেওয়া ২১১ রানের বিশাল টার্গেটের কাছে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে মাত্র ১৩৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলে্র হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার কুসল মেন্ডিস। তিনি ৪২ বল খেলে করেন ৭০ রান। এছাড়া ৪২ রান করেন দানুশকা গুনাথিলাকা, ৩১ রান করেন থিসারা পেরের, ২৫ রান করেন উপুল থারাঙ্গা। ৩০ রান করেন দাসুন শানাকা।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*