শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফিতে চ্যাম্পিয়ান হলো ভারত। ভারতের বিরুদ্ধে নিদাহাস কাপের ফাইনালে শেষের দিকে রোমাঞ্চ ভরা ম্যাচে হারল বাংলাদেশ। শেষ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৫ রান। দিনেশ কার্তিক ছক্কা মেরে ছিনিয়ে নিলেন বাংলাদেশের জয়। দিনেশ কার্তিক ৮ বলে ২৯ রান করেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন।
এদিন ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তিন নম্বরে নামা সাব্বির আহমেদ। তিনি ৫০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ভারতের হয়ে চাহাল ১৮ রানে ৩ উইকেট ও উনাদকট ২ উইকেট নেন। এরপর ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের দুই ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও সুরেশ রায়না ৩২ রানে ফিরে যান। তারপর চাপ সামলে নেয় অধিনায়ক রোহিত শর্মা ও কে এল রাহুল জুটি। ১৪ বলে ২৪ রানে লোকেশ রাহুল তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে গেলেও রোহিত শর্মার ব্যাটে জয়ের লক্ষ্যে ছুটতে থাকে ভারত। রোহিত শর্মা শেষ পর্যন্ত ৪২ বলে ৫৬ রানে আউট হন। রাহুলের পর ক্রিজে আসা মনিশ পাণ্ডে ২৭ বলে ২৮ রান করে আউট হন। নবাগত বিজয় শঙ্কর ১৭ রানে অপরাজিত থাকেন। কিন্তু শেষ পর্যন্ত দিনেশ কার্তিকের বিধ্বংসী ৮ বলে ২৯ রান ম্যাচ বের করে নিয়ে যায়। সমগ্র টুর্নামেন্টে ধারাবাহিক ভাবে পারফরম্যানস করার সুবাদে ভারতের নবাগত স্পিনার ওয়াশিংটন সুন্দরকে ম্যান অব দ্য সিরিজ ঘোষণা করা হয়।
ফাইল ছবি
Be the first to comment