চলতি নিদাহাস ট্রফিতে তিন দলের মধ্যে খেলায় পয়েন্ট তালিকায় এগিয়ে আছে রোহিত ব্রিগেড। আজ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি তারা। এই ম্যাচ জিতে গেলে ভারত ফাইনালে পৌঁছে যাবে। প্রকৃতি অবশ্য ম্যাচে বাধ সাধতে পারে। বুধবার সন্ধ্যায় কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস আছে। তাতে যদি ম্যাচ ভেস্তে গিয়ে দু’দলে পয়েন্ট ভাগাভাগি হয়, তা হলেও ভারত ফাইনালে যাবে। সেক্ষেত্রে শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ তখন কার্যত সেমিফাইনাল হয়ে উঠবে। যারা জিতবে, তারাই ফাইনালে যাবে। কিন্তু যদি বুধবার ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ? তখন আবার অঙ্কের হিসেব কষা শুরু হবে রোহিতদের শিবিরে। অন্যদের ম্যাচের দিকে তখন তাকিয়ে থাকতে হবে। তাই সে পথে না গিয়ে জয়ের কথাই ভাবছে ভারত।
বুধবার বাংলাদেশের বিপক্ষে বিশেষ পরিকল্পনা নিয়ে নামবে ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরারা না থাকলেও নবাগত ওয়াশিংটন সুন্দর বা শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট কিন্তু বিপক্ষকে চাপে রাখার কাজটা করে যাচ্ছেন। ভারতীয় পেসারদের রিজার্ভ বেঞ্চও যে শক্তিশালী, তা প্রমাণ করতে মরিয়া তাঁরা। এমনকি অলরাউন্ডার হিসাবে খেলতে নামা নবাগত বিজয়শঙ্করও নিজের কাজ করে যাচ্ছেন।
Be the first to comment