শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভার বাবা রঞ্জন ডি সিলভা বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। শুক্রবার জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল ধনঞ্জয়ার। কিন্তু আগের রাতেই দুর্বৃত্তদের গুলিতে বাবাকে হারালেন তিনি। বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মাউন্ট লাভিনিয়ায় ঘটে এই ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা রঞ্জনকে মৃত ঘোষণা করেন।
ধনঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা ছিলেন লাভিনিয়া সিটির নির্বাচিত কাউন্সিলর। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার তিন মাস পরেই বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারালেন স্থানীয় এই নেতা। বাবার মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই কালুবলয়া হাসপাতালে ছুটে যান শ্রীলঙ্কা দলের অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফদের অনেকে। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৬ বছর বয়সী ধনঞ্জয়া।
Be the first to comment