দুবাই থেকে মুম্বই ফেরার পথে বিমানবন্দরে শাহরুখ খানকে আটক করল শুল্ক দফতর। জানা গিয়েছে, সঙ্গে ১৮ লক্ষ টাকা দামের ঘড়ির খাপ থাকার জেরে তাকে আটক করে শুল্ক দফতর। শাহরুখের পাশাপাশি আটক করা হয় তাঁর গোটা টিমকে। পরে অবশ্য ওই খাপ বাবদ এক তৃতীয়াংশ কর দিয়ে রেহাই পান শাহরুখ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, দুবাই থেকে শনিবার মুম্বই ফিরছিলেন শাহরুখ। তাঁর কাছে বহুমূল্য ঘড়ির খাপ ছিল বলেই তাঁকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। শুক্রবার প্রায় সারারাত মুম্বই বিমানবন্দরে আটকেছিলেন শাহরুখ ও তাঁর সহযোগীরা। পরে সমস্ত নিয়মাবলি মেনে শুল্ক আধিকারিকদের কর বাবদ ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ভোরের দিকে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, দুবাইয়ে আয়োজিত ৪১ তম বইমেলায় আমন্ত্রিত হিসেবে শুক্রবার নিজের বক্তব্য পেশ করে দুবাইবাসীর মন জয় করে নিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শুক্রবার নিজের ব্যক্তিগত বিমানে মুম্বই ফিরছিলেন তিনি। তবে সঙ্গে বহুমুল্য ঘড়ির খাপ থাকার জেরে আটক করা হয় তাঁকে।
Be the first to comment