লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে তাঁর মোমের মূর্তি আগেই বসেছিল। এবার দিল্লির মাদাম তুসো মিউজিয়ামেও বসল তাঁর মূর্তি। তিনি আর কেউ নন, বলিউড বাদশাহ শাহরুখ খান। মূর্তি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছিল আগেই। তবে, বুধবার তা উন্মোচন করা হল।
দেখা যাচ্ছে, শাহরুখ খানের সিগনেচার রোম্যান্টিক ভঙ্গি অনুযায়ীই বানানো হয়েছে সেই মোমের মূর্তি। নীল রঙের শেরওয়ানি পরেছেন বাদশাহ। আর তার দু’হাত ছড়ানো রয়েছে দু’দিকে। মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শাহরুখ খানের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই মূর্তিটি বিশেষভাবে উন্মোচন করার পরিকল্পনা করা হয়েছিল। ভবিষ্যতেও আমরা এমন অনেক চমক নিয়ে আসব। আমাদের সঙ্গে থাকুন।
উল্লেখ্য, শাহরুখের এই মোমের মূর্তিটি দিল্লির বেশকিছু জায়গায় ভক্তদের জন্য ঘোরানো হবে বলে জানা গেছে।
Be the first to comment