পিয়ালি আচার্য,
২০ জুলাই একটি বহুল প্রচারিত সংবাদপত্রে এসএসসিতে নিয়োগ নিয়ে ক্যাগ রিপোর্ট তুলে ধরা হয়। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের আগের দিন এই খবর প্রকাশিত হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার সাংবাদিক সম্মেলন করে বলেন, সংশ্লিষ্ট সাংবাদিক তথ্যটি যাচাই না করে ভুলভাবে পরিবেশন করেছেন। ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ এই চার বছরের ক্যাগ রিপোর্ট এটি। এই ক্ষেত্রে যদি দুর্নীতি হয় তাহলে পার্থবাবু এসএসসি কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার। এই চার বছরের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তার দায় মা মাটি মানুষ সরকারের উপর বর্তায় না। আর সংবাদপত্রের রিপোর্ট দেখে যারা রাস্তায় নেমেছেন এবং আদালতে যাওয়ার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে পার্থবাবুর বক্তব্য আমরাও চাই আদালতে যেতে। আসুন আমরা একসঙ্গে আদালতে যাই।
পাশাপাশি এদিন পার্থবাবু ডিওয়াইএফআই এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, রিপোর্টটি না পড়ে শুধু সংবাদপত্রের রিপোর্টের উপর ভিত্তি করে রাস্তায় নেমে পড়ে নানা ধরনের কুৎসা করতে শুরু করলেন? পার্থবাবু এদিন বারংবার একটা কথাই বলেন যে, এদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য যে দোষীদের কঠোর শাস্তি হোক।
শুনুন এদিন কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?