এসএসসি কথা দিলো, সময় নিলো, কথা রাখলো না, গর্জে উঠলেন শুভঙ্কর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- যোগ্য – অযোগ্য তালিকা না প্রকাশ করার ফলে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষিতে পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার প্রতিক্রিয়া জানান।
শুভঙ্কর বলেন,’আমি এত রাত্রে আপনাদের সামনে এসেছি শুধুমাত্র একটা কারণে, শিক্ষা দপ্তরে এত কিছু ঘটল, বাংলায় শিক্ষা দপ্তরের মন্ত্রীসহ সমস্ত দপ্তর জেনে গেল তারপরও শিক্ষা দপ্তর শিক্ষা নিচ্ছে না। যারা উৎকর্ষতায় মেধায় চাকরি পেয়েছেন তাদের চাকরি পর্যন্ত চলে গেল। এই কোর্ট থেকে ওই কোর্ট দৌড়তে দৌড়তে মহামান্য সুপ্রিম কোর্টেও যদি একটু আশার আলো দেখা যায় সেখান থেকেও সরকার শিক্ষা নিলেন না।’
শিক্ষাব্যবস্থার প্রতি এই অবিচার দেখে তিনি ক্ষুব্ধ হয়ে আরো বলেন, ‘কে বলেছিল মাননীয় শিক্ষামন্ত্রী কে একটুও সময় না নিয়ে ২১ এপ্রিল তালিকা প্রকাশ করুন? আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে,আপনার যদি সঠিক তথ্য না থাকে কেন এ কথা বললেন? ২১ তারিখ আজ এত রাত হয়ে গেল তারপরেও কোনো তালিকা নেই, হাজার হাজার চাকরিহারারা এসএসসি সামনে বসে রয়েছেন। আমরা জানতাম কলকাতা – পশ্চিমবঙ্গ কালচারাল সিটি, এই পশ্চিম বাংলার মাটিতে আজ যা ঘটে ভারতবর্ষ কাল তা শিক্ষা নেয়। আর সেই কলকাতা শহরের বুকে তথা বাংলায় শিক্ষা হলো জাতির মেরুদন্ড, আর জাতিকে যারা ডরেন সেই শিক্ষক সমাজ, সেই শিক্ষক শিক্ষিকারা তারা যখন দিশেহারা, তারা যখন প্রত্যেকদিন দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, সরকার কি এতোটুকু এর থেকে শিক্ষা নেবে না?’

তিনি আরো বলেন,’এই শিক্ষামন্ত্রী পারছেন না। এনার দ্বারা এই শিক্ষা দপ্তর আর চলবে কিনা আমরা জানিনা। এত সময় পেয়েও নিজেদেরকে এনারা রেক্টিফিকেশন করতে চাননি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন অতি সত্বর, আপনি নিজে এবং এক্সপার্ট টিম দিয়ে বিষয়টিকে ভালো করে দেখুন। এটা খুবই খারাপ ঘটনা ঘটছে, দিনের পর দিন তারা রাস্তায় থেকেতেন আন্দোলন করেছেন, আজকেও তাদের শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও রাস্তায় থাকতে হলো, এভাবে চলতে থাকলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসএসসি ঘেরাও করতে বাধ্য হব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*