রোজদিন ডেস্ক:-
আদালতের নির্দেশ মেনে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আজ সন্ধ্যায় এসএসসির তরফে ওই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, দুর্গা পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শুধু মেধাতালিকা প্রকাশ করলেই হবে না, দ্রুত তা কার্যকরী করতে হবে, এই দাবি নিয়ে চাকরিপ্রার্থীরা সোমবারই বিক্ষোভ করে। এবার প্রকাশিত হল মেধাতালিকা।
গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। এবং সেই মতো আদালতের নির্দেশ অনুযায়ী আজ মেধা তালিকা প্রকাশ করলো এস এস সি।
এবার এটাই অপেক্ষা সকলের যে আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়সীমার মধ্যে যোগ্য প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া সঠিক সময় শুরু হয় কিনা।
Be the first to comment