এসএসসি নিয়োগে বেনিয়ম মামলায় কিছুটা স্বস্তিতে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অলোককুমার সরকার। নিয়োগে বেনিয়ম মামলায় আপাতত তাদেরকে হেফাজতে নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে তাঁদের আজ অর্থাৎ মঙ্গলবারই সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে। এদিন বিকেলে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির দিকে আঙুল উঠেছে। কমিটির প্রধান এসপি সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। মঙ্গলবার এক নির্দেশে তিনি জানান, প্রয়োজনে পাঁচ এসএসসি কর্তাকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “সিবিআই যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তদন্তকারীরা। প্রোগাম অফিসার সমরজিৎ আচার্য আদালতে জানিয়েছিলেন যে শান্তি প্রসাদ সিনহার নির্দেশে এইসব অবৈধ সুপারিশপত্র ছাপা হতো। আমি মনে করি, শান্তিপ্রসাদ সিনহা মূল অপরাধী।”
এদিকে হাজিরা এড়াতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এসএসসির পাঁচ কর্তা। একাধিক ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। শেষপর্যন্ত বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ এই আবেদনের শুনানি করে। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পুরো রায় অব্যাহত রাখলে একটি অংশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।
Be the first to comment