
রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘যোগ্য’ চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দফতরকে ইমেল করে পাঠাল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তালিকায় সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য রয়েছে। তালিকায় এমন ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা প্রায় ১৯ হাজার বলে শিক্ষা দফতর সূত্রে খবর।
‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দফতর।
যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক— সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই দাবিই তুলে আসছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই দাবি নিয়েই তাঁরা শুক্রবার দেখা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে।পাশাপাশি, শিক্ষামন্ত্রী তাদের এও জানিয়েছিলেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে এসএসসি। আইনি পরামর্শের দিক থেকে সব ঠিক থাকলে আগামী সোমবার অর্থাৎ ২১ এপ্রিল তা প্রকাশ করা হবে।
Be the first to comment