
রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমেই যোগ্য-অযোগ্যদেরা তালিকা প্রকাশ করার কথা এসএসসি’র। শোনা যাচ্ছে, পরীক্ষার্থীদের সংখ্যাটা যেহেতু ২২ লক্ষ, তাই দুই পর্যায়ে প্রকাশ হতে পারে। ওএমআর শিটও দেখানো হবে বলে এসএসসি সূত্রে খবর।
২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাকও দিয়েছিলেন চাকরিহারাদের একাংশ ঐক্যমঞ্চ। সেই পরিস্থিতিতেই ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন চাকরিহারাদের একাংশ। এরপরই যোগ্য-অযোগ্যদেরা তালিকা প্রকাশ করবে বলে জানায় এসএসসি। এসবের মাঝে মানুষের সমর্থন পাওয়া নিয়ে প্রবল সংশয়ে ২১ এপ্রিল নবান্ন অভিযান স্থগিত করেছে চাকরিহারাদের একাংশের ঐক্যমঞ্চ। এই সিদ্ধান্তের বিষয় তারা পুলিশকে জানিয়েও দিয়েছে। এদিকে আশ্বাস মতো ২১ এপ্রিল, সোমবার যোগ্য-অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে তোড়জোড় শুরু করেছে এসএসসি। অন্যদিকে বেতনবৃদ্ধির দাবিতে আগামী সোম-মঙ্গলবার এবং শুক্র-শনিবার স্কুল বন্ধের ডাক দিয়েছে পার্শ্বশিক্ষকদের একাংশ।
Be the first to comment