নিজস্ব প্রতিনিধিঃ এস এস কে এম হাসপাতালে আজ থেকে চালু হল ব্যাটারি চালিত গাড়ি। এবার হাসপাতালে পুরোপুরি ভাবে ট্রলি ও স্ট্রেচারের বদলে এই ব্যাটারি চালিত গাড়ি চালু হল। আর রুগি বা রুগির পরিবারের জন্য লোকজনকে এই সমস্যার আর মুখোমুখি হতে হবে না।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ থেকে ১ টি ব্যাটারি চালিত গাড়ি চালু হল। কিছু দিনের মধ্যেই প্রায় ১০ টির বেশি এই ধরণের গাড়ি চালানো হবে। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই ব্যাটারি চালিত গাড়ির পরিষেবা পাওয়া যাবে। তবে কিছু দিনের মধ্যেই এই গাড়ি ২৪ ঘন্টাই চালু করা হবে। মূলত গুরুতর অসুস্থ রুগিদের জন্য এই গাড়ি চালানো হবে। যে সমস্ত রুগির অস্ত্রপচার হয়েছে সেই রুগিদের জন্য এই ব্যাটারি চালিত গাড়ি দেওয়া হচ্ছে।
কাকদ্বীপের বাসিন্দা চয়ন সিনহা বলেন, “ অনেকটাই রুগিদের সুবিধা হচ্ছে। রাস্তা উচু নিচু থাকলে রুগিদের পা ভাঙা বা কোমড় ভাঙা থাকলে রুগিদের অনেক কষ্ট হয়। কিন্তু এই ট্রলি ভ্যান থাকার ফলে এই সমস্যা আর হচ্ছে না। রুগিরা আরাম করে যেতে পারছে। এখানে হাসপাতালে ক্যম্পাস বড় হওয়ায়। অর্থপেডিক বিভাগ থেকে হাসপাতালের ওটি খুব সহজে নিয়ে আসা যায়। অনেকটা কম সময়ে নিয়ে আসা যাচ্ছে। অর্থপেডিক বিভাগ থেকে ওটি বিভাগ আসতে মাত্র ২ মিনিট সময় লাগলো। আর এই ব্যাটারিচালিত গাড়ি হওয়ায় সেটা খুবই সহজ হচ্ছে ”
হাসপাতালের প্রিন্সিপাল অজয় কুমার রায় জানান, “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাধের এই প্রকল্প। তার নির্দশেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন এর নির্দশে এটা চালু হচ্ছে। খুব শীঘ্রই আরও ব্যাটারি চালিত গাড়ি চালু করা হবে”
Be the first to comment