আবারও রোগী মৃত্যু ঘিরে এসএসকেএমে ধুন্ধুমার, উঠলো চিকিৎসক নিগ্রহের অভিযোগও

Spread the love

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি এসএসকেএমে ৷ আবারও চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে ৷ হাসপাতাল সূত্রে খবর, একাধিক কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহ করা হয় ৷ ভাঙচুরও চালানো হয় হাসপাতালেও ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন ডিসি সাউথ মিরাজ খালিদ। ঘটনায় মৃতের ভাই মহম্মদ সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার ভোররাতে মৃত্যু হয় মহম্মদ সাকির নামে এক যুবকের। তিনি মোমিনপুরের বাসিন্দা ৷ আর তারপরই উত্তপ্ত হয়ে ওঠে এসএসকেএম হাসপাতাল চত্বর। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা ভাঙচুর চালায় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াও হয় তারা। সেই সময় ওয়ার্ডে ছিলেন মৃতের ভাই মহম্মদ সাজিদ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সেই প্রথম চড়াও হয় চিকিৎসকদের উপর। এমনকী কর্তব্যরত নার্সদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, ১৫ জুলাই কিডনির সমস্যা নিয়ে নেফ্রোলজি বিভাগে ভর্তি হন সাকির। ওই যুবকের কিডনি প্রায় বিকল হয়ে গিয়েছিলো। চিকিৎসকরা জানাচ্ছেন, ভর্তি হওয়ার দিন থেকেই রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য জানানো হত পরিবারের সদস্যদের। কিন্তু তারপরও আজ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে তারা।

এদিকে চিকিৎসক নিগ্রহের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ মিরাজ খালিদ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মৃতের ভাইকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*