মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই এসএসকেএম সহ কলকাতার ৫ টি মেডিক্যল কলেজ হাসপাতালেই বৃহস্পতিবার থেকে অতিরিক্ত পানীয় জলের বিশেষ গাড়ি পাঠালো কলকাতা পৌরনিগম। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের সঙ্কট দেখা যায় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতাল গুলিতে। এই অভিযোগ আসছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। এরপরই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কলকাতা পৌর নিগমকে লিখিত চিঠি দেওয়া হয়, অতিরিক্ত জলের গাড়ি হাসপাতাল গুলিতে বাড়ানোর জন্য। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।
যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসেন। রোগীর পরিবারের কাছ থেকেও পানীয় জলের অভিযোগ পান মুখ্যমন্ত্রী। এর পরই এসএসকেএম হাসপাতালে থেকেই মেয়র শোভন চট্টোপাধ্যায় কে ফোন করে হাসপাতালে পানীয় জলের সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রী। মেয়র এই কথা মুখ্যমন্ত্রীর থেকে শোনার ৪৮ ঘন্টার মধ্যেই শহরের সব মেডিক্যল কলেজ গুলিতে ৫ টি করে বিশেষ পানীয় জলের গাড়ির ব্যবস্থা করে দিলো কলকাতা পৌরনিগম।
জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের ক্যাম্পাসে এতদিন একটি মাত্র ওয়াটার এটিএম ছাড়া পানীয় জলের সেই ভাবে কোনও সুব্যবস্থা ছিল না। এর ফলে গরম বাড়ার সাথে সাথে হাসপাতালে পানীয় জলের তীব্র জলের তীব্র সঙ্কট তৈরি হয়। আজ থেকে পৌর নিগমের বিশেষ জলের গাড়ি চালু হল এসএসকেএম হাসপাতালে।
এদিকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য বলেন, পৌর নিগম হাসপাতাল গুলিতে সারা বছরই আমাদের জলের গাড়ি পাঠায়। কিন্তু গরম বৃদ্ধির সাথে সাথে জলের চাহিদা বেড়েছে। কিন্তু আজ থেকে অতিরিক্ত বিশেষ জলের গাড়ি হাসপাতাল গুলিতে চালু হয়েছে। এই সমস্যাও মিটে যাবে।
Be the first to comment