স্কুলে ৩টি ভাষার মধ্যে হিন্দি আবশ্যিক করা নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন৷ তাঁর হুঁশিয়ারি, তামিলনাড়ুতে যদি হিন্দি ভাষা চাপায় কেন্দ্র, তা হলে যুদ্ধ শুরু হবে কারণ, তামিলদের রক্তে হিন্দির কোনও স্থান নেই৷ এই ইস্যুটি সংসদেও তোলা হবে জানিয়েছেন ডিএমকে প্রধান।
শনিবার স্ট্যালিন বলেন, তামিলদের রক্তে হিন্দি নেই৷ তামিলনাড়ুতে হিন্দি চাপানো মানে, ভিমরুলের চাকে ঢিল মারা৷ কেন্দ্রের শিক্ষা নীতি অনুযায়ী, প্রতিটি স্কুলে তিনটি ভাষা আবশ্যিক ভাবে পড়ানো হবে৷ হিন্দি, ইংরেজি ও সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষা৷ শুক্রবারই নয়া শিক্ষা নীতির খসড়া ঘোষণা করেছে কেন্দ্র৷
Be the first to comment