নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার পথে নামতে চলেছে DMK সুপ্রিমো MK স্ট্যালিন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ২৩ ডিসেম্বর দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে ৷ স্ট্যালিন বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আমাদের একটি দলীয় বৈঠক ছিল ৷ আইনটি প্রত্যাহারের জন্য আমরা একটি বিধি পাশ করেছি ৷ চেন্নাইতে আমরা এর প্রতিবাদে ২৩ তারিখ মিছিল করব ৷
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ প্রদর্শন শুরু হয় অসম ও ত্রিপুরায় ৷ এরপর পশ্চিমবঙ্গে এই আইনের প্রতিবাদে দফায় দফায় রেল অবরোধ, পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ কয়েকটি জায়গায় স্টেশনে ভাঙচুর চালানো হয় ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে, বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা ৷
বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দিল্লি ও উত্তরপ্রদেশেও ৷ সেখানে পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছোড়ে বিক্ষোভকারীরা ৷ স্কুলবাস সহ অন্যান্য বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ আইনের প্রতিবাদে কলকাতায় পথে নামে শাসকদল তৃণমূল ৷ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই আইনের বিরুদ্ধে পথে নামতে চলেছে DMK ৷
Be the first to comment