রাহুল গান্ধিকেই প্রধানমন্ত্রী করা উচিত। ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের এই মন্তব্যে বিরোধী শিবিরে আপত্তি থাকলেও নিজের বক্তব্যে অনড় তিনি। তাঁর কথা, রাহুলের নেতৃত্বেই দেশে শক্তিশালী বিজেপি বিরোধী জোট তৈরি হতে পারে। রাহুলই তিন রাজ্যে বিজেপির হারের মূলে।
এদিকে, স্ট্যালিনের এই মন্তব্যের সঙ্গে একমত নয় বাকি বিরোধী দলগুলি। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর নাম ঘোষণায় আপত্তি রয়েছে তাদের। তৃণমূল কংগ্রেসের মতে, স্ট্যালিনের মন্তব্য সময়োপযোগী নয়। এতে বিরোধীরা বিভক্ত হবে। ডেরেক ও ব্রায়ানের কথায়, ভোটের পরে প্রধানমন্ত্রীর নাম ঠিক হবে, সে ব্যাপারে বিরোধীরা একমত।
সোমবার ১৭টি বিরোধী দলের নেতারা তিন রাজ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন। যাননি মমতা বন্দ্যোপাধ্যা, মায়াবতী ও অখিলেশ যাদব। তেলুগু দেশমের নেতা সি এম রমেশ বলেছেন, ডিএমকে ইউপিএতে রয়েছে। তাই স্ট্যালিন ও কথা বলছেন। অন্যেরা চায়, নাম ঠিক হোক ভোটের পরে। কংগ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা রাহুলের নাম ঠিক করেনি।
Be the first to comment