কালজয়ী কমিক্সের স্রষ্টা, আমেরিকান লেখক ও মার্ভেল কমিকসের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। লির পারিবারিক আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের সেডার সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, ১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয় স্ট্যান লির। স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের স্রষ্টা তিনি। শুধু লেখালেখি নয়, এমসিইউ ফিল্মে ক্যামিওর চরিত্রে অভিনয় করেন লি। মার্ভেল কমিক্স মূলত অতিমানবীয় চরিত্র স্পাইডারম্যান, এক্স-ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, আয়রনম্যান, দ্য হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা এবং ডেয়ারডেভিল ইত্যাদি চরিত্রের জন্য বিখ্যাত।
Be the first to comment