চেন্নাইয়ে তারকাখচিত রাত…রোনালডিনহো,রিভালডোর সাথে..ভারত অল স্টারসকে ২-১ গোলে আজ হারালো ব্রাজিল লেজেন্ডস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার ৩০ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ব্রাজিলের কিংবদন্তি ২০০২ ফিফা বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়রা এবং ভারতীয় ফুটবলের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামেন,যা ভারতীয় ফুটবলে এমন ম্যাচ বিরল। মূলত দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে যোগসূত্র তৈরি করতেই এই ম্যাচের আয়োজন করা হয়েছিল।

এই ম্যাচে ব্রাজিল লেজেন্ডস ইন্ডিয়া অল-স্টারসকে ২-১ গোলে হারিয়েছে। ১৯৯৪ এবং ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা এবং আরও অনেকে যখন মাঠে নেমেছিলেন, তখন চেন্নাইয়ের ফুটবল ভক্তরা ব্রাজিলিয়ান ফ্লেমে সকলে আপ্যায়িত হয়েছিলেন।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে দেখা গেছে- ২০০২ বিশ্বকাপ ফাইনালজয়ী দলের রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাফুদের। ছিলেন গিলবার্তো সিলভা, এডমিলসন, মার্সেলো, ভিওলা, জিওভানি, জুনিয়র অ্যালেক্স ফেরো, লুসিও, আমারাল, জর্জিনহো, দিয়েগো গিল, গোমেস, পাওলো সার্জিও, কামানদুকাজা, এলিভেল্টন, রিকার্ডো অলিভিয়েরা, কাকাপা এবং ক্লেবারসন।
ইন্ডিয়া অল স্টার্স দলের হয়ে খেলেন মেহতাব হোসেন, আইএম বিজয়ন, ক্লাইম্যাক্স লরেন্স, অ্যালভিটো ডি কুনহা, সৈয়দ রহিম নবি, করণজিত সিং, ধরমরাজ রাভানান, শুভাশিস রয় চৌধুরি, মেহরাজউদ্দিন ওয়াদু, অর্ণব মণ্ডল, এনপি প্রদীপ, বিবিয়ানো ফার্নান্দেজ, মহেশ গাওলি, এ বেঙ্কটেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*