অবশেষ জয় হল গণ-আন্দোলনের। পাকাপাকি ভাবে তুতেকোরিনের ‘স্টারলাইট’ তামার খনি বন্ধে শিলমোহর দিল তামিলনাড়ু সরকার। সোমাবার রাজ্যের দূষণ নিয়ন্ত্রক পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি নির্দেশ অমান্য করে লাইসেন্স নবীকরণ না করেই চলছিল কারখানাটি। আগেই কারখানার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এবার কারখানটি সিল করে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই সরকারের এই পদক্ষেপে খুশি তুতেকোরিনবাসী। জাল ও বায়ু দূষণের অভিযোগে দীর্ঘদিন ধরেই কারখানাটি বন্ধ করার দাবি জানিয়ে আসছিল শহরবাসী।
একসময় দাবি আদায়ে লাগাতার গণ-আন্দোলন শুরু হয়। আইন শৃঙ্খলা দমনের নামে আন্দোলনে গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ১৩ আন্দোলনকারীর। এরপরেই ঘরে বাইরে প্রবল নিন্দা-সমালোচনার মুখে পড়ে এআইডিএমকে সরকার। আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ। শেষ পর্যন্ত জয় হল জনগণেরই। সোমবার কারখানা বন্ধের চূড়ান্ত ঘোষণার মধ্যে দিয়েই সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটল।
Be the first to comment