অমৃতা ঘোষ:-
মোট ৬ হাজার পুলিশকর্মী শহরের রাস্তায় মোতায়েন , ২৬ জন ডেপুটি কমিশনার আধিকারিক সমেত। সকাল ৮টা থেকেই আজ প্রস্তুতি ছিল সীমাহীন।
‘নবান্ন অভিযান’ ঘিরে এই সাজোসাজো রব। তবে মাঝে মাঝে বাঁধ মানছে না বৃষ্টি। সোমবার সারারাত ছিল বৃষ্টি, মঙ্গলবার সকালেও থামেনি। একটানা বৃষ্টি পড়েই চলেছে গোটা কলকাতা ও সংলগ্ন এলাকা জুড়ে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে নবান্ন অভিযান সঠিক ভাবে সম্পন্ন হবে কি?
সাদা পোশাকেও মোতায়েন বহু পুলিশ। এর মধ্যে সকাল এগারোটা পরে নবান্নে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার মাঝখান দিয়ে নবান্নে ঢুকলেন তিনি। রাজ্য পুলিশ অবশ্য স্পষ্ট জানিয়েছে, যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা বেআইনি। কারণ, একে তো কোনও নির্দিষ্ট সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়নি। নিয়ম মেনে পুলিশের কাছে কোনও আবেদন জানানো হয়নি। তাই পুলিশ কোনও অনুমতি দিচ্ছে না।
Be the first to comment