রাজ্যের বাজেট ‘বেকার বিরোধী’, এই বাজেট মমতার শেষ বাজেট, বললেন শুভেন্দু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্য বাজেটকে পুরোদস্তুর বেকার বিরোধী বলে তুলোধোনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দুর দাবি, এই বাজেট মমতার শেষ বাজেট, ‘২৬ সালে বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং বেকার পরিবারক একটি করে চাকরি দেওয়া হবে।’

এদিন বাজেট পেশের পরই অধিবেশ কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে এসে শুভেন্দু বলেন, ‘রাজ্যের ২ কোটি ১৫ লক্ষ বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার।’ শুভেন্দুর কথায়, এই বাজেটে উত্তরবঙ্গ, জঙ্গল মহল, সুন্দরবন বিরোধী বাজেট। বাজেটকে কৃষক বিরোধী বলেও তোপ দাগেন বিরোধী দলনেতা। তিনি জানান, কৃষকবন্ধু প্রকল্পে কোনও বরাদ্দ বাড়ানো হয়নি বাজেটে, শস্য বিমা প্রকল্পেও বৃদ্ধির কোনও উল্লেখ নেই বলে অভিযোগ তাঁর। কৃষকদের জন্য সার, পেট্রোলে কোনও ভর্তুকি নেই বলেও জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গে গোর্খা, রাজবংশী, ও রাজ্য জুড়ে মতুয়াদের জন্য বাজেটে কোনও ঘোষণা নেই বলে জানিয়েছেন শুভেন্দু।
ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। শুভেন্দু জানান, ঘাটাল মাস্টার প্ল্যানে ১ ডেসিমেল জমিও অধিগ্রহণ হয়নি, এই প্রকল্প ২০২৬ সালের নির্বাচনের আগে শুধুই প্রতিশ্রুতি মাত্র। স্বাস্থ্য ক্ষেত্রেও নতুন কোনও বরাদ্দের উল্লেখ নেই বলেও জানান শুভেন্দু। আরজি কর কাণ্ডের পরও নারী সুরক্ষা নিয়ে বাজেটে কোনও প্রস্তাব নেই বলে সমালোচনা করেন শুভেন্দু অধিকারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*