বিদ্যুৎ চুরি রুখতে নয়া পদক্ষেপ রাজ্য বিদ্যুৎ দফতরের

Spread the love

হুকিং করে বিদ্যুৎ চুরি এবং দফতর এর আর্থিক ক্ষতি রুখতে নয়া পদক্ষেপ রাজ্য বিদ্যুৎ দফতরের। বিদ্যুৎ পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে নয়া এ. বি. কেবল (এরিয়াল বাঞ্চ)। ফলে চুরি অনেকটাই কমানো সম্ভব হবে, আর্থিক ক্ষতিও কমবে বিদ্যুৎ দফতরের। ইতিমধ্যেই প্রায় ১৪০ কিলোমিটার এই কেবল লাগানোর কাজ শেষ হয়েছে। যার জন্য প্রতি কিলোমিটারে 7-8 লাখ টাকা করে খরচ হয়েছে। এছাড়াও বিদ্যুৎ দফতরের আর্থিক ক্ষতি রুখতে এবার মাটির তলা দিয়ে বিদ্যুৎ পরিবহন তার পাতবে দফতর।

ইতিমধ্যেই রাজ্যের ১২৭ টি শহরের মধ্যে ২ টি শহরে (বোলপুর এবং নবদ্বীপ) মাটির তলা দিয়ে তার পাতার কাজ শেষ হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে আরও ৭৭ টি শহরে এই কাজ শেষ করার টার্গেট নিয়েছে বিদ্যুৎ দফতর। আজ বিধানসভায় একথা জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*