IPS ডেপুটেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আরোও তীব্র; সুপ্রিম কোর্ট যাচ্ছে রাজ্য

Spread the love

IPS ডেপুটেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এবার গড়াল সুপ্রিম কোর্টে। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাচ্ছে রাজ্য। তবে শেষপর্যন্ত কি তাহলে আদালতেই নিষ্পত্তি হবে এই দ্বন্দ্বের?

রাজ্যে কর্মরত ৩ IPS রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডে-কে যখন কেন্দ্রের ডেপুটেশনে ডেকে পাঠানো হয়, তখনই এই সিদ্ধান্তে আপত্তি তোলে রাজ্য। জানানো হয়, রাজ্যে IPS ও IAS অফিসারের সংখ্যা কম। তাই কেন্দ্র চাইলেও ঐ ৩ অফিসারকে রিলিজ করা হবে না।

কী রায় দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের। কারণ, পরবর্তীকাল যদি ফের এমন সংঘাত তৈরি হয়, সেক্ষেত্রে আদালতকে রায়কেই নজির হিসেবে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*