রোজদিন ডেস্ক :-
প্রবল চাপের কাছে নতিস্বীকার করে অবশেষে আর জি করের ঘটনায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং চিকিৎসক অভীক দে-কে সাসপেন্ড করতে বাধ্য হল রাজ্য স্বাস্থ্য ভবন। বৃহস্পতিবার বিকালে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে একটি ভিডিওতে দেখা গিয়েছিল অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে।যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি রোজদিন। তারপর থেকে বিতর্ক দানা বাঁধে। কেন ঘটনাস্থলে অভীক এবং বিরূপাক্ষ উপস্থিত ছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও দুজনই দাবি করেন, ওইদিন আর জি কর হাসপাতালে উপস্থিত ছিলেন না তাঁরা।
স্বাস্থ্য ভবন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএমও অভীক দে’কে সাসপেন্ড করা হচ্ছে। আরজি কর কাণ্ডের পর ঘটনাস্থলে অভীকের উপস্থিতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এমনকী, অভীকের পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছিল একাধিক চিকিৎসক সংগঠন। অভিযোগ ছিল, তাঁরা দু’জনেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’। একাধিক অভিযোগের মাঝেই দু’জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হল।
Be the first to comment