
রোজদিন ডেস্ক, কলকাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছতেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের তীব্র প্রতিবাদের সম্মুখীন হন। অভিযোগ, অতিবাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান, এমনকী তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।
শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনার কড়া সমালোচনা করেছে শাসক দল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবারই সন্ধ্যা সাড়ে ৬ টায় সুকান্ত সেতু থেকে ধিক্কার মিছিল করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন যাদবপুরের বিধায়ক এবং সাংসদরাও। বিভিন্ন ওয়ার্ডের কর্মীরাও এই মিছিলে যোগ দেন।
অন্যদিকে, আগামী সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। পোস্টারে লেখা হয়েছে, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয় চালিয়ে দেওয়ার বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ধর্মঘট। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের থ্রেট কালচার ও দুর্নীতি চক্র ও অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট।’’ সোমবার সকাল ১০টা থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেন তারা। পাশাপাশি এআইডিএসও-র তরফেও ছাত্র ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে।
Be the first to comment